বোয়ালখালী ছাত্রসেনার নেতৃত্বে মামুন-মুহিত
সিভয়েস ডেস্ক
মোহাম্মদ মামুনুর রশিদ মামুন সভাপতি এবং ইঞ্জিনিয়ার আবদুল মুহিত সাধারণ সম্পাদকমোহাম্মদ মামুনুর রশিদ মামুন সভাপতি এবং ইঞ্জিনিয়ার আবদুল মুহিত সাধারণ সম্পাদক।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ একক সহযোগী ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসেনা বোয়ালখালী উপজেলা শাখার প্রতিনিধি সম্মেলন সম্পন্ন হয়েছে। এতে মোহাম্মদ মামুনুর রশিদ মামুন সভাপতি এবং ইঞ্জিনিয়ার আবদুল মুহিত সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১৬ জুন) সকাল ১০টায় উপজেলার দলীয় কার্যালয়ে এ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
শহিদুল্লাহ তারেকের সভাপতিত্বে এবং তারেকুর রহমানের সঞ্চালনায় বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মামুনুর রশিদ মামুন।
এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ইসলামিক ফ্রন্টের সভাপতি আল্লামা ইলিয়াছ শিকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি স ম হামেদ হোসাইন। প্রধান বক্তা ছিলেন জেলা ইসলামী ছাত্রসেনার সভাপতি তৌহিদ মুরাদ সুমন ও নির্বাচন কমিশনার ছিলেন জেলার সহ-সাধারণ সম্পাদক ছাত্রনেতা মো. ইসমাঈল হোসেন, সদস্য খালেক মাসুদ, পৌরসভা সেনার সভাপতি সাইফুল ইসলাম তাহেরী ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সহ-ছাত্র বিষয়ক সম্পাদক কফিল উদ্দিন রানা, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এনামুল হক এনাম, হাফেজ আবদুস সামাদ, মাষ্টার মফিজুর রহমান, মো. সেলিম উদ্দিন, আবু তৈয়ব প্রমুখ।
সর্বসম্মতি ক্রমে ২০২৩-২০২৪ সালের জন্য মোহাম্মদ মামুনুর রশিদ মামুন সভাপতি, ইঞ্জিনিয়ার আবদুল মুহিত সাধারণ সম্পাদ ও মোহাম্মদ তারেকুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।