Cvoice24.com

বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৬:০২, ১৪ জুলাই ২০২৩
বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

জাওয়াদ।

চট্টগ্রামের বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে জাওয়াদ মো. শিশির নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) রাতে ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, গত ১০ জুলাই ইলেকট্রিক মিস্ত্রির সঙ্গে কাজে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় জাওয়াদ।

বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিকিৎসাধীন থাকার তিনদিন পর জাওয়াদ মো. শিশির (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

জাওয়াদ বোয়ালখালী পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী এলাকার সৈয়দ বাড়ির গোলাম মাহমুদের ছেলে। তিনি গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শেখ আরিফ উদ্দিন জুয়েল জানান, বিদ্যুৎস্পৃষ্টে আহত হওয়ার পর তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে দুদিনে তার অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকরা ঢাকায় পাঠিয়ে দেয়। শুক্রবার ভোরে সে মারা গেছে। তার মরদেহ ঢাকা থেকে আনা হচ্ছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: