‘বঙ্গবন্ধুর আদর্শ ও মূল্যবোধ পরবর্তী প্রজন্মকে পথ দেখাবে’
সিভয়েস ডেস্ক
বক্তব্য রাখছেন নোমান আল মাহমুদ।
চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন বহুগুনের অধিকারী। তাঁর ধ্যান-ধারণা আবর্তিত ছিল মানবিক, জনগণ ও দেশ নিয়ে। অদম্য সাহসের অধিকারী আপোষহীন মহানায়ক বঙ্গবন্ধু সাধারণ মানুষের হৃদয়ে অম্লান হয়ে থাকবে। তাকে হত্যা করে খুনীরা দেশ ও জনগণকে কিছুই দিতে পারেনি। বরঞ্চ সর্বক্ষেত্রেই ভারসাম্য নষ্ট করে দেশকে অস্থিতিশীল ও লুটেরাদের স্বর্গরাজ্যে পরিণত করে।
জাতীয় শোক দিবস উপলক্ষে বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের আয়োজনে বুধবার (২৩ আগস্ট) সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে রক্তদান কর্মসূচি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নোমান আল মাহমুদ বলেন, ছাত্রলীগ একটি গৌরবের নাম। বঙ্গবন্ধুর আশীর্বাদপুষ্ট ইতিহাস সৃষ্টিকারী একটি সংগঠন। এই আদর্শিক প্রতিষ্ঠানটি সদস্য হওয়া গৌরবের। নিজেদের গৌরবান্বিত করতে হলে সংগঠনের গৌরব জনক পরিচিতিকে লালন করতে হবে। শুধু ছবির মুজিব নয়, আদর্শের মুজিবকে চিন্তায়, কর্মে, বিশ্বাস, আচরণে ধারণ করতে হবে। বঙ্গবন্ধুর দেখানো আদর্শ ও মূল্যবোধ পরবর্তী প্রজন্মকে পথ দেখাবে। আগামী নির্বাচনেও জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় নিয়ে আসতে ছাত্রলীগকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি একরামুল হক মুন্নার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুবুল আলম রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাজা, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামীম আরা বেগম, আবছার হীরা, আবদুল মান্নান রানা, শফিউল আজম শেফু, গিয়াস উদ্দিন সোহেল, আবদুল মোনাফ মহিন, আরিফুল হাসান রুবেল, ডা. মেসবাহ উদ্দিন, আনোয়ার হোসেন, আরাফাত হোসেন তারেক, আরিফ হোসেন, মাহমুদুল হক সাকিব, শওকত হোসেন, মাহিম উদ্দিন, নয়ন উদ্দিন রিকন প্রমুখ।