Cvoice24.com

চন্দনাইশে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৮, ২১ ফেব্রুয়ারি ২০২১
চন্দনাইশে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

মো. হাবিব (২০)।

চন্দনাইশের নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে টানা আট দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন মো. হাবিব (২০)। 

রবিবার (২১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত হাবিব চন্দনাইশ পৌরসভা এলাকার মো. লেদু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, গত ১৪ ফেব্রুয়ারি চন্দনাইশ পৌরসভার নির্বাচনে ৮নং ওয়ার্ডের দক্ষিণ গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সেন্টারে নির্বাচনে দু’পক্ষের সংঘর্ষ চলাকালীন সময়ে গুলিবিদ্ধ হন হাবিব। ওইদিন গুলিবিদ্ধ অবস্থায় হাবিবকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (রবিবার) তার মৃত্যু হয়।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দীন সরকার সিভয়েসকে বলেন, ‘হাবিব নামে একজন নিহত হয়েছে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। কেউ আসলে মামলা নেওয়া হবে।’

উল্লেখ্য, চন্দনাইশ পৌরসভা নির্বাচন চলাকালে বিভিন্ন কেন্দ্রে সহিংসতায় মহিলাসহ ১০ জনের অধিক আহত হয়েছে। আহতদের মধ্যে মেসবাহ উদ্দিন ও হাবিবকে গুলিবিদ্ধ অবস্থায় চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।

-সিভয়েস/এপি/এমএম

সর্বশেষ

পাঠকপ্রিয়