Cvoice24.com

কাঞ্চনাবাদ ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মারা গেছেন

চন্দনাইশ প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৮, ৪ মার্চ ২০২১
কাঞ্চনাবাদ ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মারা গেছেন

চন্দনাইশের কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান

চন্দনাইশের কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান (৬৫) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। 

শুক্রবার (৫ মার্চ) সকাল ১০টায় কাঞ্চনাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।

জানা যায়, মুজিবুর রহমান পরিবারের সদস্যদের নিয়ে ৩ দিন আগে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে বেড়াতে যান। সেখানে আজ বৃহস্পতিবার দুপুরের খাবার খাওয়ার পর ২টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

চেয়ারম্যান মুজিবুর রহমানের ছোট ছেলে আশফাকুর রহমান জানান, তিনি সেন্টমার্টিনে হৃদরোগে আক্রান্ত হলে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে তার মৃত্যুতে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোসলেম উদ্দীন আহমদ এমপি, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, পৌরসভার মেয়র মাহাবুবুল আলম খোকা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনু, গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সভাপতি ডা. শাহাদাৎ হোসেন, সাধারণ সম্পাদক আবদুল কৈয়ুম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সওয়ার আহসান, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) চন্দনাইশ উপজেলার আহবায়ক মো. নুরুল আলম, সদস্য সচিব এমএ হামিদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।

-সিভয়েস/এনএ 
 

সর্বশেষ

পাঠকপ্রিয়