Cvoice24.com

চন্দনাইশে দোকান খোলায় ৭ ব্যবসায়ীর জরিমানা

চন্দনাইশ প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৭, ২২ এপ্রিল ২০২১
চন্দনাইশে দোকান খোলায় ৭ ব্যবসায়ীর জরিমানা

ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্তদের জরিমানা করা হচ্ছে।

সরকারি বিধি-নিষেধ না মেনে দোকান খোলায় চন্দনাইশের ৭ দোকানিকে সাড়ে সাত হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপরে উপজেলার গাছবাড়িয়া খাঁনহাট ছিদ্দিক বাছুরা মার্কেট এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা করেন। 

অভিযানে অর্থদণ্ড প্রাপ্তরা হলেন—গাছবাড়িয়া খাঁনহাট ছিদ্দিক বাছুরা মার্কেট এলাকায় ব্যবসায়ী আল মক্কার মালিক মো. সোলাইমানকে ১হাজার টাকা, আল মক্কা এন্টারপ্রাইজের মালিক আনোয়ার হোসেনকে ১হাজার টাকা, বেবী জোনের মালিক মো. ইমরান ১ হাজার টাকা, শ্যামল জুয়েলার্রের মালিক শ্যামল ধরকে ১হাজার, হোসেন ষ্টোর মালিক মো.হোসেনকে ৫শ টাকা, খাজা এন্টারপ্রাইজের মালিক মো. সাজ্জাদকে ১হাজার, মোস্তাক ষ্টোরের মালিক মো. মোস্তাককে ২ হাজার টাকা।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন বলেন, সরকার করোনার সংক্রমণ রোধে দ্বিতীয় দফায় লকডাউন দিয়েছে। লকডাউনে দেওয়া সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখায় স্বাস্থ্য বিধি মেনে না চলায় তাদের জরিমানা করা হয়েছে।
 

সর্বশেষ

পাঠকপ্রিয়