Cvoice24.com

চট্টগ্রামে আজ, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

সময় ঘন্টা মিনিট সেকেন্ড

চন্দনাইশ-পটিয়ার সীমান্তবর্তী পাহাড়ে ঝুলছিল ইটভাটা শ্রমিকের লাশ

চন্দনাইশ প্রতিনিধি 

প্রকাশিত: ২১:০০, ২২ জুন ২০২১
চন্দনাইশ-পটিয়ার সীমান্তবর্তী পাহাড়ে ঝুলছিল ইটভাটা শ্রমিকের লাশ

চন্দনাইশ-পটিয়ার সীমান্তবর্তী পাহাড়ে ঝুলছিল ইটভাটা শ্রমিকের লাশ

চন্দনাইশ-পটিয়ার সীমান্তবর্তী একটি পাহাড়ি লিচু বাগান থেকে মো. ইউনুস (৫৫) নামে এক ইটভাটা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ জুন) সকালে শ্রীমাই চা বাগানের জাওদ্ধা গুনা ও কোরবানি গুনার মাঝামঝি একটি পাহাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, সকাল ৭টা থেকে সাড়ে ৯টার মধ্যবর্তী যেকোন সময়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এটি হত্যা না আত্মহত্যা নিশ্চিত করতে পারেনি পুলিশ। সেটি তদন্তের পরই জানা যাবে বলে বলছে তারা।

নিহত ইউনুসের বাড়ি পটিয়ার খরনা লালাখীল এলাকায়। তিনি ওই এলাকার মৃত আবদুস সোবাহানের ছেলে। চন্দনাইশে স্থানীয় একটি ইটভাটায় তিনি কাজ করতেন।

ইটভাটা শ্রমিকেরা বলছে, ইউনুস ভোরে তাদের সঙ্গে একসঙ্গে নাস্তা খেয়েছে। পাহাড়ি এলাকায় কাজ করতে গিয়ে লাশটি দেখতে পেয়ে স্থানীয় ইটভাটা মালিক ও চেয়ারম্যানকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

পটিয়া থানার উপ-পরিদর্শক (এস.আই) এরশাদ সাংবাদিকদের বলেন, লাশটি আমরা উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে। 
 

সর্বশেষ

পাঠকপ্রিয়