Cvoice24.com

সাহিত্যিক আহমদ ছফার জন্মদিনে চন্দনাইশে নানা আয়োজন

চন্দনাইশ প্রতিনিধি 

প্রকাশিত: ২২:০১, ৩০ জুন ২০২১
সাহিত্যিক আহমদ ছফার জন্মদিনে চন্দনাইশে নানা আয়োজন

আজ ৩০ জুন। লেখক, ঔপন্যাসিক, কবি, চিন্তাবিদ আহমদ ছফার ৭৯তম জন্মবার্ষিকী। আজকের এই দিনে উপজেলার চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে দক্ষিণ গাছবাড়িয়া সাহিত্যিক পাড়া জন্মগ্রহণ করেন তিনি।

দিনটি ঘিরে চন্দনাইশে নানা কর্মসূচী পালন করেছে সাহিত্যিক আহমদ ছফা পরিষদ। বুধবার দিনব্যাপী খতমে কোরআন, দোয়া মাহফিল, আলোচনা সভা ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে দিনটি স্মরণ করে সংগঠনটি।

আহমদ ছফা জন্মগ্রহণ করেন ১৯৪৩ খ্রিষ্টাব্দের ৩০ শে জুন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার । তাঁর পিতা হেদায়েত আলী এবং মাতা আসিয়া খাতুন। দুই ভাই ও চার বোনের মধ্যে আহমদ ছফা ছিলেন বাবা-মার দ্বিতীয় সন্তান।[

সাহিত্যিক আহমদ ছফা পরিষদ চন্দনাইশ শাখার সভাপতি লেখক ও ছড়াকার শাহজাহান আজাদের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. নুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাহিত্যিক আহমদ ছফার নাতি মো. শহিদুল ইসলাম, দৈনিক যুগান্তর প্রতিনিধি আবিদুর রহমান বাবুল,  দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি আবু তালেব আনসারী, দৈনিক চট্টগ্রাম মঞ্চ প্রতিনিধি এস. এম রাশেদ, দৈনিক অধিকার প্রতিনিধি কামরুল ইসলাম মোস্তফা, কিউটিভি প্রতিনিধি এমএ হামিদ, সিপ্লাস টিভি প্রতিনিধি ফয়সাল চৌধুরী, ডিএসডি নিউজ সম্পাদক তৌফিক আলম চৌধুরী, আসিউশ বাংলা টিভি চট্টগ্রাম ব্যুরো চিফ ইফতেকার নুর তিশন, দৈনিক আজকের চট্টগ্রাম প্রতিনিধি মো. আমিন উল্লাহ্ টিপু,  শিক্ষক মাওলানা মো. শাহীন হোসাইন,  হাফেজ মাওলানা মো. জাহেদ হোসনসহ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা সাহিত্যিক আহমদ ছফার নানা সৃষ্টিকর্মের কথা স্মরণ করে বক্তব্য রাখেন।
 

সর্বশেষ

পাঠকপ্রিয়