Cvoice24.com

চন্দনাইশে বিনামূল্যে কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ

চন্দনাইশ প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৩, ২৭ অক্টোবর ২০২১
চন্দনাইশে বিনামূল্যে কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ

চন্দনাইশে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী এ কার্যক্রমের উদ্বোধন করেন। ইউএনও সাদিয়া ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী।

২০২১-২২ অর্থবছরের আওতায় রবি মৌসুমে ২৬৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে
প্রণোদনা কার্যক্রমের অংশ হিসেবে ৭০ জন কৃষককে ভুট্টা, ৩৫ জনকে সরিষা, ৫০ জনকে চীনাবাদাম, ১০ জনকে সূর্যমুখী এবং ১০০ জন কৃষককে শীতকালীন মুগের বীজ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান  মৌ. মো. সোলায়মান ফারুকী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট কামেলা খানম রুপা, উপজেলা কৃষি অফিসার  কৃষিবিদ স্মৃতি রানী সরকার,  কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. ইমরান হোসেন, চন্দনাইশ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নবাব আলী, চন্দনাইশ উপজেলার বিভিন্ন ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও প্রণোদনাপ্রাপ্ত কৃষক।

সর্বশেষ

পাঠকপ্রিয়