Cvoice24.com

চন্দনাইশে অগ্নিকাণ্ডে পাঁচ বসতঘর পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

চন্দনাইশ প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৮, ২৪ মে ২০২২
চন্দনাইশে অগ্নিকাণ্ডে পাঁচ বসতঘর পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

চন্দনাইশ পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের হারলা আর্মি মান্নান বাড়ি এলাকায় অগ্নিকাণ্ড

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভায় অগ্নিকাণ্ডে ৫টি বাড়ির ১৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (২৪ মে) সন্ধ্যা ৬.৩০টায় পৌরসভার  ৫নম্বর ওয়ার্ডের হারলা আর্মি মান্নান বাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

ক্ষতিগ্রস্তরা পরিবার হলেন, আবদুল ছালাম, আবদুল খালেক, আবদুল মালেক, আবদুল মান্নান ও আবদুল শুক্কুরের পরিবার।

চন্দনাইশ পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহ আলম জানায়, মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ একটি ঘরে আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করে। পরে মুহূর্তেই আগুন পাশের ৫টি ঘরে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ১ ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

চন্দনাইশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. শাহ আলম খাঁন জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে বসতবাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ রান্না ঘরের চুলা থেকে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

সিভয়েস/এএ

সর্বশেষ

পাঠকপ্রিয়