Cvoice24.com

চন্দনাইশে নির্বাচনী সহিংসতায় কলেজছাত্র নিহতের ঘটনায় গ্রেপ্তার ২

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৯, ৯ জুন ২০২২
চন্দনাইশে নির্বাচনী সহিংসতায় কলেজছাত্র নিহতের ঘটনায় গ্রেপ্তার ২

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভা নির্বাচনের সময় সহিংসতায় গুলিবিদ্ধ কলেজছাত্র মো. হাবিবুর রহমান নিহতের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার (৮ মে) লালদিঘী পাড়ের জেলা পরিষদের মার্কেটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— সাতকানিয়ার নতুন চর খাগরিয়া ১ নম্বর ওয়ার্ডের বিচনার বড় বাড়ির মফজল মিয়ার ছেলে মো. শাখাওয়াত প্রমাণিক শওকত (৩৮), একই থানার মধ্যম নলুয়া ২ নম্বর ওয়ার্ডের জয়নাবের বাপের বাড়ির শাহ আলমের ছেলে কামরুল আজাদ সুমন (৩২)  এবং দোহাজারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মজিদ মেম্বারের বাড়ির তমিজ উদ্দীনের ছেলে আজহার উদ্দীন (২৯)।

বৃহস্পতিবার আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে জানিয়েছেন পিবিআই চট্টগ্রামের পুলিশ সুপার নাজমুল হাসান। 

তিনি জানান, এ ঘটনায় অভিযুক্ত কামরুল আজাদ সুমন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। এছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য অপর দুই আসামির তিন দিনের রিমান্ড  মঞ্জুর করেছেন। এ মামলায় পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত বছরের ২ ফেব্রুয়ারি মো. হাবিবুর রহমান (২০) চন্দনাইশ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব চৌধুরী পাড়া দীঘির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন। ভোট দেওয়ার পর তিনি ১১ টায় বাসায় ফিরে আসেন। বাসায় কাপড়-চোপড় পরিবর্তন তিনি আবারও ভোট দেখতে বের হন। ওই দিন দুপুর ১২ টায় দক্ষিণ গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই কাউন্সিল প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় হাবিব গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় ২১ ফেব্রুয়ারি তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান। এ ঘটনায় ভুক্তভোগীর মা ছকিনা বেগম বাদি হয়ে মামলা করেন।

সিভয়েস/আরকে

সর্বশেষ

পাঠকপ্রিয়