Cvoice24.com

দোহাজারীতে অবৈধভাবে দোকান বসানোয় জরিমানা গুনল ১২ প্রতিষ্ঠান 

চন্দনাইশ প্রতিনিধি

প্রকাশিত: ০১:২৩, ২৩ জুন ২০২২
দোহাজারীতে অবৈধভাবে দোকান বসানোয় জরিমানা গুনল ১২ প্রতিষ্ঠান 

চন্দনাইশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত

চট্টগ্রামের চন্দনাইশ দোহাজারী পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা, লাইসেন্স নবায়ন না করা ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে অবৈধভাবে দোকান স্থাপন করার অপরাধে ১২ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ জুন) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা আদায় করা হয়।

অভিযানে সহযোগিতা করেন চন্দনাইশ থানার উপপরিদর্শক (এসআই) অজয় চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ।

চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী সিভয়েসকে বলেন, দোহাজারী পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা, লাইসেন্স নবায়ন না করা এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে অবৈধভাবে দোকান স্থাপন করার অপরাধে ১২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। এ সময় দোহাজারী পৌরসভার লাইসেন্স পরিদর্শক বিধান বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়