Cvoice24.com

চন্দনাইশে জাটকা ইলিশ বিক্রি করে জরিমানা গুনলো ৩ ব্যবসায়ী

চন্দনাইশ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩৪, ৪ জানুয়ারি ২০২৩
চন্দনাইশে জাটকা ইলিশ বিক্রি করে জরিমানা গুনলো ৩ ব্যবসায়ী

 চন্দনাইশে জব্দ ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করছে ভ্রাম্যমাণ আদালত

চট্টগ্রামের চন্দনাইশে জাটকা ইলিশ বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে নয় হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের কাছ থেকে ২৮ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। 

বুধবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলার দোহাজারী কাঁচাবাজারে এ অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক বলেন, বুধবার সকালে দোহাজারী কাঁচাবাজার থেকে প্রায় ২৮ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। দুইটি মামলায় তিনজন মাছ ব্যবসায়ীকে বাংলাদেশ মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন, ১৯৫০ এর ৫ ধারায় ৯ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা ইলিশ মাছগুলো স্থানীয় বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। 

অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাসান আহসানুল কবির, উপজেলা মৎস্য দপ্তরে কর্মচারী প্রমুখ। 

 

সর্বশেষ

পাঠকপ্রিয়