Cvoice24.com

চন্দনাইশে মাটিখেকোর খবর জানিয়ে মন্ত্রণালয়ের হটলাইনে ফোন, জরিমানা অর্ধ লাখ

চন্দনাইশ প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৩, ২৫ জানুয়ারি ২০২৩
চন্দনাইশে মাটিখেকোর খবর জানিয়ে মন্ত্রণালয়ের হটলাইনে ফোন, জরিমানা অর্ধ লাখ

চট্টগ্রামের চন্দনাইশে ভেকু মেশিন দিয়ে কৃষি জমির মাটি কাটার খবর পেয়ে এখলাছুর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে অর্ধলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক এ জরিমানা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক জানান, উপজেলার বৈলতলী জাফরাবাদ এলাকায় অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে কৃষি জমির মাটি কাটার খবর জানিয়ে ভূমি মন্ত্রণালয়ের হটলাইন ১৬১২২ এ ফোন করেন স্থানীয় এক ব্যক্তি। পরে হটলাইনের পরামর্শে বিষয়টি আমাদের জানালে ঘটনাস্থলে ছুটে আসি। এসময় অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে একজনকে জরিমানা করে সতর্ক করা হয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়