চন্দনাইশে যৌতুকের মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
সিভয়েস ডেস্ক

পুলিশের হাতে গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি নুরুল আলম বাবু।
চন্দনাইশে মো. নুরুল আলম বাবু নামে দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে চন্দনাইশ থানা পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার বাবু উপজেলার পশ্চিম কেশুয়া বাগ্গপাড়া এলাকার সামশুল আলমের ছেলে।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, যৌতুকের জন্য নারী ও শিশু নির্যাতন আইনের একটি মামলায় দুই বছরের সাজা হয়েছে নুরুল আলমের। শনিবার বিকেলে পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।