চন্দনাইশে বরুমতি মেলা ও বারুণী স্নান

চন্দনাইশে সনাতন ধর্মাবলম্বীদের বারুণির স্নান উপলক্ষে ঐতিহ্যবাহী বরুমতি মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে কলঘর এলাকায় ভোর থেকে বরুমতি খালে শত-শত নারী-পুরুষ তাদের মানত পূরণ করতে বারুণী স্নানে অংশ নেন।
মেলা চলাকালীন থানা অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক মো. নুরুল আলমসহ নেতৃবৃন্দ পরিদর্শন করেন।
উল্লেখ্য, দীর্ঘ অর্ধ শতবর্ষ পূর্ব থেকে প্রতিষ্ঠিত এ মেলায় এসে সনাতন ধর্মের নারী-পুরুষেরা তাদের মনের বাসনা ও রোগমুক্ত হওয়ার জন্য বরুমতি খালের জলে স্নান করে থাকেন। তাদের ধারণা, এ বরুমতি খালের জলে স্নান করলে মনের বাসনা পূরণ হওয়ার পাশাপাশি রোগ মুক্ত হয়।