Cvoice24.com

চন্দনাইশ উপজেলা চেয়ারম্যানের ইমু নম্বর হ্যাক করে টাকা দাবি

চন্দনাইশ প্রতিনিধি

প্রকাশিত: ২৩:১৪, ২৫ আগস্ট ২০২৩
চন্দনাইশ উপজেলা চেয়ারম্যানের ইমু নম্বর হ্যাক করে টাকা দাবি

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান  আবদুল জব্বার চৌধুরীর ইমু নম্বর হ্যাক করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবির অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৫ আগস্ট) রাতে উপজেলা চেয়ারম্যান তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পোস্ট দিয়ে এ অভিযোগ জানিয়ে সকলকে প্রতারক থেকে সাবধান থাকার পরামর্শ দেন। 

 আবদুল জব্বার চৌধুরী বলেন, কে বা কারা সম্প্রতি আমার ইমু আইডি হ্যাক করেছে। ইতিমধ্যেই তারা আমার নাম দিয়ে বিভিন্ন জনের কাছ থেকে টাকা দাবি করছে। এই বিষয়ে কেউ যদি আপনাদের কাছে এমন কিছু দাবি করে বা আমার নাম ভাঙ্গিয়ে অর্থ দাবি করে এবং আপত্তিকর কোন ম্যাসেজ পাঠায় সেই বিষয়ে সকলকে সজাগ থাকার জন্য অনুরোধ করছি। এ ব্যাপারে চন্দনাইশ থানায় জিডি দায়ের করা হয়েছে।

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়