চন্দনাইশে এসিল্যান্ডের বিদায় সংবর্ধনা
চন্দনাইশ প্রতিনিধি
চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েককে বিদায় সংবধর্না দেওয়া হয়েছে। শনিবার দক্ষিণ গাছবাড়িয়া ছৈয়দ মোহাম্মদ পাড়া রহমানিয়া আহমদিয়া এ, এস সুন্নিয়া দাখিল মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানা কর্তৃপক্ষ এ সংবর্ধনার আয়োজন করে।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব অধ্যাপক মো. তৈয়বুর রহমানের সভাপতিত্বে এতে সংবর্ধিত অতিথি ছিলেন বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক।
চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও মাদ্রাসা কমিটির সদস্য মো. নুরুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ চন্দনাইশ জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী আবু সুফিয়ান, চন্দনাইশ পৌরসভার সচিব মোহাম্মদ মোহসীন, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল, আমানতছফা বদরুননেছা মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক নজরুল ইসলাম, আবু তাহের-ফরিদা ফাউন্ডেশনের চেয়ারম্যান সমাজসেবক মোসলেম মিয়া।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক শিবলী ছাদেক কফিল, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা রিগ্যান শীল, কর্মকর্তা আরিফুল হক, চন্দনাইশ পৌরসভা আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদক শহিদুল ইসলাম চৌধুরী টিটু, প্রবাসী আবদুল খালেক, মাদ্রাসা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রশিদ, সদস্য কাজী মোহাম্মদ হোসাইন, সদস্য অছিউর রহমান, সদস্য নুর মোহাম্মদ, সদস্য মোশাররফ হোসেন মিশু, প্রধান শিক্ষিকা সুলতানা ইয়ামিন, শিক্ষক হাফেজ মওলানা মোঃ জাহেদুল ইসলাম, মওলানা ইয়াছিন আরাফাত রুবেল, মওলানা যাবায়ের হোসেন, মো. আসিফ,
চন্দনাইশ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ফয়সাল চৌধুরী, দপ্তর সম্পাদক আমিন উল্লাহ টিপু, সদস্য সাজ্জাদ হোসেন, সাংবাদিক গৌতম দাশ, সাংবাদিক আরজু, ছাত্রলীগ নেতা কাজী রুমিসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
এসময় বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েককে মাদ্রাসার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও তাঁকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করে চন্দনাইশ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।
এর আগে বৃহস্পতিবার বিকালে উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েককে বিদায় ও নবাগত সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমাকে বরণ করে নেওয়া হয়।