মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক তিন আসামি গ্রেপ্তার
সিভয়েস প্রতিবেদক

মাদক মামলায় সাজাপ্রাপ্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে চন্দনাইশ থানা পুলিশ। বুধবার রাতে এক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিন আসামি হল— উত্তর হাশিমপুর সৈয়দাবাদ এলাকার আবু জাফরের ছেলে মো. পারভেজ, কাঞ্চননগর শিয়ালপাড়া এলাকার নুরুল হাকিমের ছেলে রহমত আলী ও দোহাজারী পৌরসভার হাজারী বাবুর বাড়ি এলাকার ঝণ্টু মল্লিকের ছেলে দোবা শিষ মল্লিক প্রকাশ লিটন মল্লিক।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, মাদক মামলায় গ্রেপ্তার তিন আসামির ১ বছর করে সাজা ও বিভিন্ন অংকে অর্থদণ্ড হয়েছিল। রায় ঘোষণার পর থেকে তারা পলাতক ছিলেন। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।