দোহাজারী ন্যাশনাল হসপিটালে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ
মো. নুরুল আলম, চন্দনাইশ

এবার ভুল চিকিৎসা ও দায়িত্বের অবহেলার ঘটনায় ১৭ বছরের কিশোরের মৃত্যু হল চট্টগ্রামের চন্দনাইশে। জ্বর আক্রান্ত হয়ে শনিবার বিকেলে দোহাজারী ন্যাশনাল হসপিটাল নামের ওই বেসরকারি হসপিটালটিতে ভর্তির পর সকালের একটি ইঞ্জেকশন প্রাণ নিল এমদাদুল ইসলাম মিজবাহ (১৭) নামের সাতকানিয়ার কিশোরের।—অভিযোগ মৃত কিশোরের পরিবারের। মৃত কিশোরের চাচা বলছেন, মৃত্যুর কয়েকঘণ্টার মধ্যেই বিষয়টি ধামাচাপা দিতে অর্থনৈতিক টানাপোড়েনে থাকা পরিবারটিকে বোনের বিয়ের জন্য টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মিটমাট করতে চাইছে হসপিটাল কর্তৃপক্ষ।
নিহত এমদাদুল ইসলাম মিজবাহ (১৭) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়ার ১ নম্বর ওয়ার্ড চর খাগরিয়া নতুন পাড়া এলাকার ইসলাম মিয়ার ছেলে। সে সাতকানিয়া উপজেলার খাগরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, শনিবার বিকেলে প্রচণ্ড জ্বর নিয়ে এমদাদুল ইসলাম মিজবাহ নামে এক কিশোর ন্যাশনাল হসপিটালে কর্মরত ডা. যিশু নামে এক চিকিৎসকের অধীনে ভর্তি করা হয়। ভর্তির পর এমদাদুল ইসলাম মিজবাহকে বিভিন্ন টেস্ট করানো হয় ও চিকিৎসা হিসেবে ইনজেকশন পুশ করানো হয়। রোববার সকালে ইনজেকশন পুশ করার পর থেকে এমদাদুল ইসলাম মিজবাহের শ্বাসকষ্ট শুরু হয়। তার অবস্থার অবনতি দেখে পরিবারের লোকজন অস্থির হয়ে সারা হসপিটালে ছুটোছুটি কোন ডাক্তারকে পাননি এমনকী তারা কোন নার্সকেও পাননি। ওই সময়ে দায়িত্ব নেওয়ার মত কেউই উপস্থিত ছিল না হসপিটালে। ভোর থেকে শ্বাসকষ্টে ভুগে সকাল ৯টা ২৫-এ মিজবাহের মৃত্যু হয়।
নিহত এমদাদুল ইসলাম মিজবাহের চাচা মো. ইসমাঈল (৩৭) ও ফারুক (২৭) বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, আমার ভাইয়ের ছেলে মারা যাওয়ার পর হসপিটাল কর্তৃপক্ষ এসে আমাদের অনুরোধ করে এ ব্যাপারে কাউকে না জানানোর জন্য। বিনিময়ে নিহত এমদাদুল ইসলাম মিজবাহ দুইবোনের বিয়ের সময় আমাদের টাকা দিবে বলেছে। তারা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে দোহাজারী ন্যাশনাল হসপিটালের পরিচালক মো. কাইসার আলমগীরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলে মুঠোফোন কেটে দেন। পরবর্তীতে কথা হবে জানান।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেনকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো আমরা অভিযোগ পাইনি। তবে কেউ অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে চট্টগ্রাম জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াজেদ চৌধুরী বলেন, দোহাজারী ন্যাশনাল হসপিটালে রোগীর মৃত্যুর এমন কোনো কিছু আমি জানি না। এছাড়া এমন কোনো অভিযোগও আমরা পাইনি। তবে অভিযোগ পেলে অবশ্যই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে কোনো অভিযোগ এলেই আমরা ব্যবস্থা নিচ্ছি।
জানা গেছে, হাসপাতালটি অনুমোদনের জন্য আবেদন করলেও এখনো অনুমোদন পায়নি।