Cvoice24.com

এক রাতেই চুরি গেল দেড় লাখ টাকার গরু

চন্দনাইশ প্রতিনিধি

প্রকাশিত: ১০:৩৮, ১২ সেপ্টেম্বর ২০২৩
এক রাতেই চুরি গেল দেড় লাখ টাকার গরু

চন্দনাইশে একরাতে তিনটি গরু চুরি হয়ে গেছে। মঙ্গলবার (১২ই সেপ্টেম্বর) গভীর রাতে  চন্দনাইশের উত্তর গাছবাড়িয়া বদুর পাড়ার  মসজিদ কাদের সওদাগর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। গরু দুইটির আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। ক্ষতিগ্রস্ত ব্যক্তির নাম হাজী আমির হোসেন সওদাগর।

জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে চন্দনাইশ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর গাছবাড়িয়া বদুর পাড়া তিন নাম্বার মসজিদ কাদের সওদাগর বাড়ি এলাকার হাজী আমির হোসেন সওদাগর এর বাড়িতে বাড়িতে হানা দেয় চোরের দল। চোরের দল তাদের বসতবাড়ির বাইরে সব দরজা বন্ধ করে দিয়ে গোয়াল ঘর থেকে ২টি গরু মিনি ট্রাকে চুরি করে নিয়ে যায়। গরু ২টি আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা। 

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য তাওহিদুল ইসলাম  জানান, মঙ্গলবার রাতে চোরেরা আমার বাড়ির গোয়াল ঘর থেকে দুটি গরু চুরি হয়ে গেছে। গরু দুটির বাজার মূল্য এখন প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা। 

চন্দনাইশ থানার এসআই উপন বড়ুয়া জানান, ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়