নাম বদলে পালিয়ে ছিল ‘ইয়াবা নয়ন’
চন্দনাইশ প্রতিনিধি

মাদক মামলায় সাজা হয়েছে এক বছরের। এই সাজা এড়াতে নাম বদলে পালিয়ে ছিল ৫ বছর। মো. নয়ন প্রকাশ ইয়াবা নয়ন নামে সাজাপ্রাপ্ত ওই আসামিকে গ্রেপ্তার করেছে চন্দনাইশ থানা পুলিশ।
সোমবার রাতে চন্দনাইশ পৌরসভার চৌধুরী পাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নয়ন ওই এলাকার মৃত আমির আহাম্মদের ছেলে।
পুলিশ জানায়, চন্দনাইশ থানার একটি মাদক মামলায় ২০১৯ সালে আদালত তাকে ১ বছরের সাজা ও ৫০০ টাকা অর্থদন্ড দেন। তার অনুপস্থিতেই এ রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার আগে থেকেই তিনি পলাতক ছিলেন।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানিয়েছেন, মাদক মামলায় সাজা এড়াতে নাম বদলে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। গোপন সংবাদ পেয়ে সোমবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।