চন্দনাইশে বাস-সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ
চন্দনাইশ প্রতিনিধি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অটোরিকশা চালকসহ দুজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৩ই সেপ্টেম্বর) সন্ধ্যায় ৭টার দিকে মহাসড়কের বাদামতল পাক্কার দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতরা হলেন— চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের পূর্ব এলাহাবাদ গুচ্ছগ্রাম এলাকার সামসুল হকের ছেলে অটোরিকশা চালক মো. আফসার উদ্দিন (৪০) ও কক্সবাজার জেলার চকরিয়া হারবাং এলাকার নজির আহমদের ছেলে অটোরিকশা যাত্রী মো. জাকারিয়া (৪৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্যামলী পরিবহনের কক্সবাজার টু চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস (চট্ট মেট্রো- ব ১১-০১৬১) বিপরীতমুখী একটি যাত্রীবাহী অনটেস্ট সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালকসহ দুইজন মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে বিজিসি ট্রাস্ট মেডিকেলের চিকিৎসক ডা. মিনহাজুর রহমান জানান, দুর্ঘটনায় গুরুতর আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার এটিএসআই শহীদুল ইসলাম বলেন, বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক ও যাত্রী দুজন গুরুতর আহত হয়েছে। বাস আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। বাসের ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে। পরবর্তীতে আইনী ব্যবস্থা নেয়া হবে।