Cvoice24.com

চন্দনাইশে মসজিদে আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মুয়াজ্জিনের মৃত্যু

চন্দনাইশ প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩১, ২ আগস্ট ২০২৪
চন্দনাইশে মসজিদে আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মুয়াজ্জিনের মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশে মসজিদে আজান দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে হাফেজ মোহাম্মদ আরিফুর রহমান (২২) নামে এক মুয়াজ্জিনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২ আগস্ট) ফজরের নামাজের সময় উপজেলার হাশিমপুর বায়তুন নুর জামে মসজিদে এ ঘটনা ঘটে। 

নিহত মুয়াজ্জিন হাফেজ মোহাম্মদ আরিফুর রহমান উপজেলার দোহাজারী পৌরসভার জামিরজুরী গ্রামের রাজা মিয়ার ছেলে। 

জানা গেছে, ফজরের আজান দিতে গিয়ে মসজিদের সুইচ বোর্ডে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হন মুয়াজ্জিন আরিফুর রহমান। পরে নামাজ পড়তে আসা স্থানীয় মুসল্লিরা তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল ইসলাম জানান, মসজিদের সুইচ বোর্ডে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান মুয়াজ্জিন। পরিবারের কারো অভিযোগ না থাকায়,
বিনা ময়নাতদন্তের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 
 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: