Cvoice24.com

চন্দনাইশে পূজামণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক 

চন্দনাইশ প্রতিনিধি, সিভয়েস২৪

প্রকাশিত: ১১:৪৪, ১২ অক্টোবর ২০২৪
চন্দনাইশে পূজামণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক 

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপন নির্বিঘ্ন করার লক্ষ্যে চট্টগ্রামের চন্দনাইশে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন।

শুক্রবার (১১ অক্টোবর) উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন তিনি।

উপজেলার গাছবাড়ীয়া সার্বজনীন হরি মন্দির পরিদর্শন ও আলোচনা সভায় তিনি সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করতে পূজা কমিটির নেতাদের দিক-নির্দেশনা দেন। পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে নির্দেশনা দেন তিনি। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রাক্তন সভাপতি অরূপ রতন চক্রবর্তী, আনসার ভিডিপি কমকর্তা মুহাম্মদ জাকির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলমগীর, চন্দনাইশ প্রেস ক্লাব সভাপতি আবিদুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, উপজেলা পূজা উদযাপন নেতা বিজয় কৃষ্ণ ধর, মিলন কান্তি ধর, স্বপন ধর, ডা. বিধান ধর, তপন চক্রবর্তী, এটিও আশিষ ধর, এটিও বিকাশ ধর প্রমুখ।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: