Cvoice24.com

এবার ফটিকছড়িতে শিশু ছাত্রের ওপর মাদরাসা শিক্ষকের অমানবিক নির্যাতন

ফটিকছড়ি প্রতিনিধি, সিভয়েস

প্রকাশিত: ০০:৩৫, ১৭ মার্চ ২০২১
এবার ফটিকছড়িতে শিশু ছাত্রের ওপর মাদরাসা শিক্ষকের অমানবিক নির্যাতন

মাদরাসা শিক্ষার্থীকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতনের অভিযোগে এবার গ্রেপ্তার হয়েছেন ফটিকছড়ির এক শিক্ষক। উপজেলার পাইন্দং ইউপির হযরত ইমাম-এ আজম আবু হানিফা (রা.) গাউসিয়া সুন্নিয়া হেফজ ও এতিমখানায় এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী মোহাম্মদ রবিউল আলমের (৮) বাবা আব্দুল হাকিম আজ মঙ্গলবার (১৬ মার্চ) বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে প্রথমে উপজেলা নির্বাহী অফিসার পরে ফটিকছড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে মঙ্গলবার রাতেই অভিযুক্ত শিক্ষক মাওলানা জাহাঙ্গীরকে (৩০) মাদরাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

রবিউলের বাবা আব্দুল হাকিম বলেন, ‘সোমবার আমার ছেলেকে মাদরাসায় দেখতে যাই। কিন্তু তার শারীরিক অবস্থা দেখে আমি বিস্মিত হয়ে যাই। ওই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবর্তে আমার ছেলেকে মানসিক ও শারীরিকভাবে অনেক নির্যাতন করা হয়।’

তিনি বলেন, ‘মাদরাসার হুজুর জাহাঙ্গীর আলম আমার বাচ্চাকে নিয়মিত মারধর করতেন। ফলে আমার ছেলের শারীরিক অবস্থা খুবই সংকটপন্ন। মাদরাসা কর্তৃপক্ষকে এ বিষয়ে অভিযোগ করার পরেও তারা কোনো পদক্ষেপ নেয়নি।’

ফটিকছড়ি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রবিউল আলম জানান, আহত মাদরাসা ছাত্র রবিউলের বাবা আব্দুল হাকিম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সে প্রেক্ষিতেই অভিযুক্ত শিক্ষক জাহাঙ্গীর আলমকে মাদরাসা থেকে আটক করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. সায়েদুল আরেফিন বলেন, ‘মাদরাসা ছাত্রটিকে নির্যাতনের অভিযোগের প্রেক্ষিতে সঙ্গে সঙ্গে অভিযান চালানো হয়। এরই মধ্যে অভিযুক্ত শিক্ষককে আটক করেছে ফটিকছড়ি থানা পুলিশ।’

সর্বশেষ

পাঠকপ্রিয়