Cvoice24.com

ফটিকছড়িতে ১৭ দোকান পুড়ে অর্ধকোটি টাকার ক্ষতি

ফটিকছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২১, ৯ এপ্রিল ২০২১
ফটিকছড়িতে ১৭ দোকান পুড়ে অর্ধকোটি টাকার ক্ষতি

ফটিকছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

বৃহস্পতিবার (৮ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার নারায়ণহাট ইউপির শ্বেতছড়া বাজারে এ ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে ক্ষতিগ্রস্ত দোকান মালিক বা ফায়ার সার্ভিসের কর্মীরা কিছু জানতে পারেন নি।

অগ্নিকাণ্ডের এ ঘটনায় আব্দুর রশিদ মিস্ত্রির ফার্নিচারের দোকান, মোহাম্মদ জামালের গুদাম ঘর, মো. রবিউল আলমের গাড়ির গ্যারেজ, মো. শাহাদাত হোসেনের খাবার হোটেল, আব্দুল মালেক সওদাগরের দোকান, আব্দুল হামিদের ৪টি গুদাম ঘর, আব্দুল মতিনের সৌর বিদ্যুতের প্রয়োজনীয় যন্ত্রপাতির দোকান, নুর ইসলামের ক্রোকারিজের দোকান, মোহাম্মদ মোস্তফার ফ্যামিলি ঘর, মো. রুবেলের ফলের আড়ত, মোহাম্মদ ইউসুফের সিএনজি গ্যারেজ, মো. আবুল খায়েরের পরিত্যক্ত দোকান ও মোহাম্মদ আবুল মুনসুরের সেলুন দোকান পুড়ে ছাই হয়ে যায়। 

বাজার ব্যবসায়ীদের ধারণামতে, দোকান গুলোতে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের জিনিসপত্র ছিল, সবকিছুই পুড়ে গেছে। 

নারায়নহাট ইউপির সাবেক চেয়ারম্যান আবু জাফর মাহমুদ বলেন, গভীর রাতে শ্বেতছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রশিদ সওদাগরের ফার্নিচার দোকানসহ বেশ কিছু দোকান সম্পূর্ণরূপে পুড়ে যায়। আগুনের সূত্রপাত সম্পর্কেও সঠিক তথ্য নেই। বাজারে রাত্রিকালে কোনো সওদাগর বা গার্ড না থাকাতে আগুন নেভানো সম্ভব হয়নি। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছি।

সর্বশেষ

পাঠকপ্রিয়