Cvoice24.com

চট্টগ্রামে আজ, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

সময় ঘন্টা মিনিট সেকেন্ড

ফটিকছড়িতে লজ্জাবতী বানর উদ্ধার

ফটিকছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৫, ৬ জুলাই ২০২১
ফটিকছড়িতে লজ্জাবতী বানর উদ্ধার

ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের বড় বেতুয়া এলাকা থেকে একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। সোমবার রাত ১১টার দিকে আহতাবস্থায় বানরটিকে উদ্ধার করে বন বিভাগ। 

স্থানীয় যুবক শহীদুল ইসলাম বলেন, রাত দশটার দিকে বড় বেতুয়া এলাকার একটি কালভার্টের উপরে ওই প্রাণীটি দেখতে পেয়ে আটক করেন স্থানীয় কয়েকজন। শুরুতে প্রাণীটি কেউ চিনতে না পারলেও এর একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে পরিচয় জানতে পারি। পরবর্তীতে আমি বন বিভাগের স্থানীয় বিট কর্মকর্তাকে মোবাইল ফোনে বিষয়টি জানালে তাদের লোক এসে লজ্জাবতী বানরটিকে নিয়ে যায়।’

বন বিভাগের দাঁতমারা বিট কর্মকর্তা মো. ইউনুস বলেন, ‌‘আমি খবর পেয়ে সোমবার রাত এগারোটার দিকে অফিসের দুজন লোক পাঠিয়ে লজ্জাবতী বানরটি উদ্ধার করি। আপাতত বানরটি আমাদের হেফাজতে রাখা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি একটু অসুস্থ, খুব ভয় পেয়েছে হয়তো। একজন পশু চিকিৎসক দেখিয়ে সব ঠিক থাকলে নিকঠস্থ কোনো বনে উন্মুক্ত করে দেব।’

২০১০ সালে লজ্জাবতী বানরকে বিপন্ন প্রজাতির প্রাণী হিসেবে তালিকাভুক্ত করেছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন)। তাছাড়া এই বানর বাংলাদেশের ১৯৭৪ ও ২০১২ সালের বন্য প্রাণী আইনের তফসিল-১ ভুক্ত সংরক্ষিত প্রাণী। 

সর্বশেষ

পাঠকপ্রিয়