Cvoice24.com

হেফাজত আমির মুহিবুল্লাহ বাবুনগরী হাসপাতালে

ফটিকছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২২, ২৬ অক্টোবর ২০২১
হেফাজত আমির মুহিবুল্লাহ বাবুনগরী হাসপাতালে

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুুল্লাহ বাবুনগরী অসুস্থ হয়ে ফটিকছড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

তাঁর শরীরে জ্বরের প্রকোপ দেখা দিলে সোমবার সকালে উপজেলার নাজিরহাটস্থ সেবা ক্লিনিকে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসকগণ তাঁকে ভর্তি দেন।

জানা যায়, ৮৭ বছর বয়সী আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন। স্থানীয় কাউন্সিলর মওলানা মুহাম্মদ এয়াকুব জানান, হেফাজত আমির এখন অনেকটা সুস্থ আছেন।

আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী মরহুম আল্লামা জুুনায়েদ বাবুনগরীর আপন মামা। জুনায়েদ বাবুনগরীর মৃত্যুর পর তিনি হেফাজতে ইসলামের আমির নির্বাচিত হন। এর আগে তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা নির্বাচিত হন। এছাড়া তিনি এ সংগঠনের  সহ-সভাপতি ছিলেন।

১৯৮৬ সাল থেকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরের মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন তিনি।

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়