Cvoice24.com

ফটিকছড়িতে মামলার নথি সরাতে বিচারকের কম্পিউটার চুরি!

ফটিকছড়ি প্রতিনিধি 

প্রকাশিত: ২০:৩৪, ২০ এপ্রিল ২০২২
ফটিকছড়িতে মামলার নথি সরাতে বিচারকের কম্পিউটার চুরি!

চট্টগ্রামের ফটিকছড়ি আদালতে বিচারকের কম্পিউটার চুরির ঘটনা ঘটেছে। 

 এ ঘটনায় বুধবার (২০ এপ্রিল) ফটিকছড়ি আদালতের কর্মকর্তা (নাজের)  ছৈয়দ কুদরত এ খোদা বাদি হয়ে ফটিকছড়ি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ধারণা করা হচ্ছে, চোরের দল নথি ধ্বংস করতে এ ঘটনা ঘটিয়েছে। ঘটনার সঙ্গে আদালত ভবনে কাজ করে এমন কেউ জড়িত থাকতে পারে।

ফটিকছড়ি থানার ওসি কাজী মাসুম ইবনে আনোয়ার সাংবাদিকদের বলেন, আদালত ভবনে জজের কম্পিউটারের মুল অংশ সিপিইউটি মিসিং হয়েছে।  থানায় একটি অভিযোগ পেয়েছি। আমরা কম্পিউটারটি উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান তৎপরতা চালাচ্ছি।


 

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়