Cvoice24.com

ফটিকছড়িতে এবার চোরের হানা ভূমি অফিসে, নিয়ে গেল কম্পিউটার 

ফটিকছড়ি প্রতিনিধি 

প্রকাশিত: ১৭:৩১, ৮ জুন ২০২২
ফটিকছড়িতে এবার চোরের হানা ভূমি অফিসে, নিয়ে গেল কম্পিউটার 

চট্টগ্রামের ফটিকছড়িতে সরকারি অফিসগুলোতে একের পর এক চুরির ঘটনা ঘটছে। সব অফিসেই খোয়া যাচ্ছে শুধুমাত্র কম্পিউটার-ল্যাপটপ। নাজিরহাট পৌর কার্যালয় থেকে কম্পিউটার চুরির রেশ কাটতে না কাটতে চোরের দল এবার হানা দিয়েছে নাজিরহাট ইউনিয়ন ভূমি অফিসে।

মঙ্গলবার দিবাগত রাতে এ কার্যালয়ে ব্যবহৃত চারটি কম্পিউটার ল্যাপটপ নিয়ে যায় চোরেরা।

বুধবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, চোরের দল ওই কার্যালয়ের টিনের ছাউনি কেটে ভেতরে প্রবেশ করে। কার্যালয়ের ফাইল কেবিনেটে সংরক্ষিত কাগজপত্র তছনছ করে মাটিতে ফেলে দেয়। কেটে ফেলেছে জানালা গ্রীলের দরজা।

নাজিরহাট ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘প্রতিদিনের মত সকালে কার্যালয় খুলে উপরে থাকাতে টিন কাটা দেখতে পাই। সাথে সাথে বিষয়টি আমার ঊর্ধ্বতনকে জানানো হয়। এরপর অভিযোগ দিতে সবাই থানায় যাই। পুলিশ এসে তদন্ত করে চুরি যাওয়া সামগ্রীর একটি  তালিকা তৈরি করে।’

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ ইবনে আনোয়ার বলেন, ‘নাজিরহাট ইউনিয়ন ভূমি কার্যালয়ে ৪টি কম্পিউটার চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। বিষয়টির তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সরকারি কার্যালয়ে চুরির এসব ঘটনায় একই সূত্রে গাঁথা বলে মনে হচ্ছে। চোরচক্রদের ধরতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

উল্লেখ্য, সম্প্রতি রহস্যজনকভাবে ফটিকছড়ির বিচারক কার্যালয়ের কম্পিউটার চুরি, জানালার গ্রীল কেটে পাইন্দং ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়ের কম্পিউটারের হার্ডডিস্ক চুরি এবং নাজিরহাট পৌরসভা কার্যালয়ে কম্পিউটার চুরির ঘটনায় একই সূত্রে গাঁথা বলে লোকজন ধারণা করছেন।

গত এক মাসের ব্যবধানে চার সরকারি কার্যালয়ের কম্পিউটার চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে সরকারি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

সর্বশেষ

পাঠকপ্রিয়