Cvoice24.com

ফটিকছড়ির ভূজপুরে চলছে ভোটোৎসব

ফটিকছড়ি প্রতিনিধি 

প্রকাশিত: ১০:১৮, ১৫ জুন ২০২২
ফটিকছড়ির ভূজপুরে চলছে ভোটোৎসব

ফটিকছড়ির ভূজপুরে মহিলা ভোটারদের লম্বা সারি

চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। 

বুধবার (১৫ জুন) সকাল ৮টায় শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে বিকাল ৪টা পর্যন্ত। প্রথমবারের মত এই ইউপিতে ইভিএম (ইলেকট্রিক ভোটিং মেশিন) এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

সরেজমিনে বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিতে। বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। তারা লম্বা লাইনে দাঁড়িয়ে তারা পছন্দের প্রার্থীকে ভোট দিতে এসেছেন। 

নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন তিন প্রার্থী— ইব্রাহীম তালুকদার ( নৌকা), শাহজাহান চৌধুরী শিপন (আনারস), নাছির উদ্দীন মুন্সি (অটো রিক্সা)। এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ এবং সাধারণ সদস্য পদে ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, ভূজপুর ইউপির ৯টি ওয়ার্ডে মোট ভোটার ২৫ হাজার ১৮০ জন। মোট ভোট কেন্দ্র ১০টি। 

উপজেলা নির্বাচন অফিসার দেবাশীষ দাস সিভয়েসকে বলেন, কেন্দ্রগুলোতে ভোটগ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন শেষে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে

সর্বশেষ

পাঠকপ্রিয়