Cvoice24.com

সব বুথে সিসি ক্যামেরা চান আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী

ফটিকছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১০, ২২ অক্টোবর ২০২২
সব বুথে সিসি ক্যামেরা চান আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এস এম মিনহাজুল ইসলাম

ফটিকছড়ি পৌরসভা নির্বাচনে নিজের কর্মী-সমর্থকদের হুমকি ধমকি ও টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এস এম মিনহাজুল ইসলাম। নির্বাচনের দিন সব বুথে সিসি ক্যামেরা স্থাপন করে কেন্দ্র থেকে মনিটরিং করার দাবিও জানিয়েছেন তিনি।

শনিবার (২২ অক্টোবর) পৌরসদরে তাঁর নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রতিদ্বন্দ্বি প্রার্থী আমার কর্মীদের নানাভাবে হুমিক ধমকি দিচ্ছে। আমার নির্বাচনী পোষ্টার ছিড়ে ফেলছেন। কোন কোন ওয়ার্ডে আমার নির্বাচনী অফিস খুলতে কৌশলে বাধা দিচ্ছেন। আমার কর্মী সমর্থকদের টাকা দিয়ে ভোট কিনতে চাইছেন। আজ শত শত মানুষের সামনে আজ আমার এক কর্মীকে থাপ্পড় ও অকথ্য ভাষায় গালাগাল করেছেন। আমি এ ব্যাপারে নির্বাচন কমিশনার বরারর অভিযোগ দায়ের করেছি।

এ সময় উপস্থিত ছিলেন এম জাফর, সালমা খাতুন, আবু আহমদ, ইফেতাখারুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, আগামী ২ নভেম্বর ফটিকছড়ি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মেয়র পদে লড়ছেন ৩ প্রার্থী। 

সর্বশেষ

পাঠকপ্রিয়