Cvoice24.com

ফটিকছড়ি পৌরসভায় নৌকার ইসমাইলের হ্যাটট্রিক

ফটিকছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১০, ২ নভেম্বর ২০২২
ফটিকছড়ি পৌরসভায় নৌকার ইসমাইলের হ্যাটট্রিক

ফটিকছড়ি নির্বাচনে নির্বাচিত প্রার্থী মোহাম্মদ ইসমাইল হোসেন।

অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ফটিকছড়ি পৌরসভা নির্বাচনে মেয়র পদে তৃতীয় বারের মতো নির্বাচিত হয়ে হেট্রিক করলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ ইসমাইল হোসেন।

বুধবার (২ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইসমাইল হোসেন পেয়েছেন ১১ হাজার ৮১৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এএসএম মিনহাজুল ইসলাম মোবাইল প্রতীক নিয়ে পেয়েছেন ৬৬৭৯ ভোট।

নির্বাচিত হয়ে মোহাম্মদ ইসমাইল হোসেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার উন্নয়ন ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

এর আগে আজ বুধবার সকাল ৮ থেকে বিকেল ৪ পর্যন্ত ভোট গ্রহণ চলে। 

আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী এএসএম মিনহাজুল ইসলাম নির্বাচনে কয়েকটি কেন্দ্র নিয়ে অভিযোগ তুললেও সার্বিকভাবে সন্তুষ্টি প্রকাশ করে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন সাংবাদিকদের কাছে। নির্বাচনে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের বর্তমান মেয়র মোহাম্মদ ইসমাইল হোসেন ও আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এএসএম মিনহাজুল ইসলাম মোবাইল প্রতীক নিয়ে জসিম,স্বতন্ত্র প্রার্থী কামাল পাশা চৌধুরী নারকেল গাছ নিয়ে লড়েছেন। এছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে ৭ জন,সাধারণ কাউন্সিলর পদে ৩০ জন প্রার্থী লড়েছেন।

১,২,৩ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হলেও বাকী দুই সংরক্ষিত পদসহ সবকটি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
 

সর্বশেষ

পাঠকপ্রিয়