ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
ফটিকছড়ি প্রতিনিধি
ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ সাইফুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১০ জুন) উপজেলার ফটিকছড়ি-হেঁয়াকো সড়কের নারায়ণহাট বাজারের চৌরাস্তার মুখে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম নারায়ণহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চাঁনপুর কাট্টস্যা এলাকার শফিকুল ইসলামের ছেলে।
জানা গেছে, সাইফুল ইসলাম হেঁটে বাজারে আসছিলেন। নারায়ণহাট চৌরাস্তার মুখে আসলে দ্রুতগতিতে আসা একটি ইটবাহী জীপগাড়ি তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
নারায়ণহাট ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডে সদস্য মোহাম্মদ. আলতাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।