প্রসূতির মৃত্যুর পর ডেলিভারি না করেই পালালো ডাক্তার
ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ির একটি বেসরকারি ক্লিনিকে ভুল চিকিৎসায় বাচ্চাসহ জান্নাতুল রিনা (২৫)নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ ওঠেছে। এই ঘটনায় ক্লিনিকে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (৪ জুলাই) ফটিকছড়ি সদরের সেবা ক্লিনিক অ্যান্ড ল্যাব ইনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মারা যাওয়া প্রসূতি জান্নাতুল রিনা বিবিরহাট বাজারের শাহ আমানত ক্লথ স্টোরের স্বত্বাধিকারি এবং কাঞ্চননগর এলাকার মরহুম মোতালেব মেম্বারের বাড়ির মোহাম্মদ রুমান উদ্দিনের স্ত্রী।
রিনার স্বামী মোহাম্মদ রোমান বলেন, রিনাকে মঙ্গলবার ক্লিনিকে নিয়ে আসা হলে শারীরিক অবস্থা ভালোর দিকে ছিল। ডেলিভারির সময় তাদের ভুল ইনজেকশনে আমার প্রসূতি স্ত্রী যখন মারা যায় তখন নবজাতক বাচ্চাটা বের না করে ডাক্তার পালিয়ে যায়। এতে আমার বাচ্চাটিও মারা যায়। তাদের দায়িত্বহীনতায় আজ আমি আমার বউ-বাচ্চাকে হারালাম। এটা একটা হত্যা, আমি এই হত্যার বিচার চাই।
এদিকে এই ঘটনার পর ক্লিনিকে ভাংচুর চালায় বিক্ষুব্ধরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই ব্যাপারে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ বিন আনোয়ার বলেন, ফটিকছড়ি সেবা ক্লিনিক অ্যান্ড ল্যাব ইন নামে একটি বেসরকারি হাসপাতালে বিবিরহাট বাজারের এক ব্যবসায়ীর স্ত্রীর মৃত্যু হয়েছে । এতে রোগীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে ক্লিনিক ভাঙচুর করেছে। তবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়স্ত্রণে আসে। ওই ক্লিনিকে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।