Cvoice24.com

চাচার মেহেদী অনুষ্ঠানে কাজে ব্যস্ত সবাই, পুকুরে ডুবল ৫ বছরের শিশু 

ফটিকছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৮, ৫ জুলাই ২০২৩
চাচার মেহেদী অনুষ্ঠানে কাজে ব্যস্ত সবাই, পুকুরে ডুবল ৫ বছরের শিশু 

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে লাকি মনি নামে ৫ বছরের এক শিশুর মৃত্যু হছে।

বুধবার উপজেলার নানুপুর ইউনিয়নের ঢালকাটা গ্রামের কোরবান আলি মিস্ত্রির বাড়িতে এ ঘটনা ঘটে। লাকি মনি মোহাম্মদ আলমগীরের মেয়ে।

জানা গেছে, লাকি মনির চাচার আজ মেহেদী অনুষ্ঠান। অনুষ্ঠানের কাজে সবাই  ব্যস্ত থাকায় সবার অজান্তে খেলতে বেরিয়ে বাড়ির পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর ভাসমান অবস্থায় পুকুর থেকে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
 

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়