ওমান সাগরে ডুবে মৃত্যু হলো ফটিকছড়ির দুই সহোদরের
ফটিকছড়ি প্রতিনিধি

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সাগরে গোসল করতে নেমে দুই সহোদরের মৃত্যু হয়েছে।
সোমবার (৪ সেপ্টেম্বর) ভোরে সাগরে ভাসমান অবস্থায় তাদের লাশ উদ্ধার করে ওমান পুলিশ।
নিহতরা হলেন— মোহাম্মদ আব্বাস (২৫) ও মোহাম্মদ আজাদ (২০)। তারা নাজিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চাঁদগাঁও পাড়ার মৃত আহমদ হোসেনের ছেলে। ওমানের হামিরিয়া এলাকায় পারিবারিকভাবে তাদের বসবাস।
জানা যায়, সোমবার ওই দেশের স্থানীয় সময় রাত তিনটার দিকে বন্ধুদের সাথে ওমান আরব সাগর আল সিফা পাড়ে আড্ডা দিতে যান আব্বাস ও আজাদ। এক পর্যায়ে দুই ভাই সাগরে গোসল করতে নামলে ভাটার টানে তলিয়ে যায়। সাথে থাকা বন্ধুরা খোঁজাখুঁজির করে না পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে পানিতে ভাসমান অবস্থায় দুইজনের লাশ উদ্ধার করে।
নাজিরহাট পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলি বলেন, কয়েকমাস আগে আহমদ হোসেন মারা গেলে পুরো পরিবারের সবাই দেশে আসে। সম্প্রতি মাকে রেখে তারা আবার ওমান যায়। এরমধ্যে এ ঘটনা।