Cvoice24.com

ফটিকছড়িতে আগুনে পুড়ল সাত বসতঘর, বৃদ্ধা নিহত

ফটিকছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪৯, ১৮ জুন ২০২৪
ফটিকছড়িতে আগুনে পুড়ল সাত বসতঘর, বৃদ্ধা নিহত

চট্টগ্রামের ফটিকছড়িতে আগুনে ভস্মীভূত হয়েছে সাত পরিবারের বসতঘর। এসময় আগুনে পুড়ে হালিমা বেগম (৯০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ জুন) ভোরে উপজেলার বখতপুর ইউনিয়নে গোলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, মাটির টিনশেড ঘরে লাগা আগুন মুহূর্তে অন্য বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এই মধ্যে ঘর থেকে অন্যরা বের হতে পারলেও বৃদ্ধা হালিমা বেগম আগুনে পুড়ে মারা যান। 

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে গেছেন জেলা পরিষদ চেয়ারম্যন এটি এম পেয়ারুল ইসলাম ও বখতপুর ইউপি চেয়ারম্যান ফারুক উল আজম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান ফারুক উল আজম বলেন, ‘আগুনে সাত পরিবারের বসতবাড়ি পুড়ে গেছে এবং একজন বৃদ্ধা নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি।’

সর্বশেষ

পাঠকপ্রিয়

: