বল আনতে ছাদে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে যায় তাসিন
ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সালাউদ্দিন তাসিন (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) উপজেলার সমিতি হাট ৮ নং ওয়ার্ডের রাজা মিয়া চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে।
তাসিন ওই বাড়ির প্রবাসী বাবুর পুত্র এবং সমিতির হাট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র।
জানা যায়, চাচার নতুন বাড়ির উঠানে বল খেলছিল সালাউদ্দিন তাসিন। খেলার এক পর্যায়ে ভবনের ছাদে বল পড়ে। বল কুড়িয়ে আনতে গেলে ছাদের উপর দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টেজের বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সমিতির হাট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আলম।