নাজিরহাটে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ, আহত ৬
ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়ি-হাটহাজারী সীমান্ত নাজিরহাটে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। শুক্রবার (২১ জুন) সকালে নাজিরহাট নতুন রাস্তার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত হলেন— হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের আব্দুল মান্নানের পুত্র মীর হাসান (২৪), ফটিকছড়ির নানুপুর ইউনিয়নের কিপায়েত নগর গ্রামের জসিম উদ্দিনের পুত্র মোহাম্মদ আলিফ (১৭), সীতাকুণ্ডের মুহাম্মদ হাসানের পুত্র মুহাম্মদ মেহেরাব (১৯), চান মিয়ার স্ত্রী সুফিয়া বেগম (৫৫), মুহাম্মদ নয়নের স্ত্রী রুমি আকতার (২০) ও মতিন উল্লার পুত্র আলমগীর (৫০)।
আলমগীর নামে এক প্রত্যক্ষদর্শী জানান, নাজিরহাট নতুন রাস্তার মোড়ে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়েছে। এতে ছয় জন আহত হয়েছেন। উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য প্রেরণ করা হয়েছে।
নাজিরহাট হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মফিজুর বলেন, ‘আমরা এ ঘটনার কোন তথ্য এখনো পাইনি।’