Cvoice24.com

বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের ইন্তেকাল

ফটিকছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৩, ২ আগস্ট ২০২৪
বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের ইন্তেকাল

চট্টগ্রামের ফটিকছড়ি ধর্মপুর মোহাম্মদ আলী তালুকদার বাড়ির বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম আর নেই। শুক্রবার (২ আগস্ট) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.... রাজেউন) বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক। 

জানা গেছে, ষাট টাকা ধার করে মহান মুক্তিযুদ্ধে যোগ দেন সিরাজুল ইসলাম। ১৯৭১ সালের উত্তাল সময়ে তিনি তখন ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় দশম শ্রেণীর ছাত্র। তার আশপাশের বাড়ির একাধিক বন্ধুবান্ধব মুক্তিযুদ্ধে যোগ দিতে প্রশিক্ষণ নিতে ভারতে চলে যান। তারও মনের ইচ্ছে- যুদ্ধে যাবেন। খোঁজ নিলেন আরেক বন্ধুর। কিন্তু তাদের হাতে টাকা নেই। বাড়িতে টাকাও দেবে না। যুদ্ধেও যেতে দেবে না। দুই বন্ধু সন্ধি করে পাশের বড়ুয়া পাড়ার এক ব্যক্তির কাছ থেকে জমি চাষে লাগবে বলে ১২০ টাকা (দুজনের জন্য) ধার নেন। 

সেই রাতেই খিরাম, মানিকছড়ি, বাগান বাজার, রামগড় হয়ে সাবরুম ত্রিপুরা হরিনা ক্যাম্পে প্রশিক্ষণে যোগ দেন। প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরে ফটিকছড়ি-রাউজান সীমান্তের খনখাইয়ারকুল, সর্তাখাল, হলদিয়া আমির হাটের বড় অপারেশনে যোগ দেন।

দেশ স্বাধীন হলে বাড়িতে ফিরে চাষাবাদের হাল ধরেন। চাষের জমির সেই ধান চাল বিক্রি করে বড়ুয়া পাড়া থেকে ধার করা সেই টাকা ফেরত দেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম। তিনি আজীবন নিরহংকারী, সদালাপাী ও মিষ্টভাষী ব্যক্তি হিসেবে এলাকায় খ্যাত ছিলেন।
 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: