Cvoice24.com

ফটিকছড়িতে বিলে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৯, ২ আগস্ট ২০২৪
ফটিকছড়িতে বিলে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে মুহাম্মদ জুনায়েদ (২৭) নামে এক যুবকের বিলে (জমি) জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শুক্রবার (২ আগস্ট) উপজেলার নাজিরহাট পৌরসভার ইমামনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবক মুহাম্মদ জুনায়েদ ওই এলাকার মালির বাড়ির মৃত হাবিবের ছেলে। 

জানা যায়, নিহত যুবক বাড়ির পাশে বিলের পানিতে একা মাছ ধরতে যায়। শুক্রবার সন্ধ্যায় তার মরদেহ বিলের পানিতে ডুবন্ত অবস্থায় পাওয়া যায়। 

স্থানীয়রা জানান,  মুহাম্মদ জুনায়েদ মৃগীরোগে আক্রান্ত ছিল। ধারণা করা হচ্ছে,পানিতে থাকা অবস্থায় রোগ দেখা দিলে সেখানে ডুবে মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় কাউন্সিলর মুহাম্মদ ইয়াকুব।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: