Cvoice24.com

হালদায় মা মাছ বাড়াতে পোনা অবমুক্ত

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৩, ৩ এপ্রিল ২০২১
হালদায় মা মাছ বাড়াতে পোনা অবমুক্ত

হালদায় পোনা অবমুক্ত করছেন হাটহাজারীর সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ

মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে মা মাছের সংখ্যা বাড়াতে আরও পাঁচ হাজার পোনা অবমুক্ত করা হয়েছে।

শনিবার (৩ এপ্রিল) দুপুরে নদীর মদুনাঘাট সংলগ্ন অংশে এসব পোনা অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন হাটহাজারীর সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ।

হালদাকে দূষণমুক্ত ও সৌন্দর্য রক্ষায় পর্যায়ক্রমে সমগ্র নদীকে সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসার পরিকল্পনার কথা তুলে ধরেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

পোনা ছাড়ার সময় জেলা মৎস্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং হালদা পাড়ের মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার হাটহাজারী উপজেলা প্রশাসন তিন হাজার মাছের পোনা ছেড়েছিল। এ নিয়ে তিন দিনে মোট আট হাজার পোনা হালদায় ছাড়া হল। চলতি মৌসুমে উপজেলা প্রশাসন আরও সাত হাজার পোনা ছাড়বে।

সর্বশেষ

পাঠকপ্রিয়