Cvoice24.com

হাটহাজারীর ইউএনও’কে যাচাইয়ে ‌‘৩৩৩’— এ যুবকের কল

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩২, ২৪ মে ২০২১
হাটহাজারীর ইউএনও’কে যাচাইয়ে ‌‘৩৩৩’— এ যুবকের কল

হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাড়িয়াঘোনার বাসিন্দা শাহাদাত হোসেন সাকিব। ৩৩৩— এ কল করে ত্রাণ চাইলেন ইউএনও’র কাছে। ফোন পেয়ে তড়িঘড়ি করে ত্রাণ নিয়ে হালদা নদীর ওপারে ছুটে যান প্রশাসনের এ কর্মকর্তা। গন্তব্যে পৌঁছে চারদিকে প্রাচীর ঘেরা তিনতলা ভবন দেখে কিছুটা বিচলিত হন তিনি। সেখানে যাওয়ার পরই জানতে পারেন মূলত ত্রাণ নয়, ইউএনও’কে পরীক্ষা করার জন্যই এমন কাণ্ড ঘটিয়েছে সাকিব। 

সোমবার (২৪ মে) দুপুরে এমন ঘটনা ঘটে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের সাথে। 

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে রুহুল আমিন সিভয়েসকে বলেন, ‘৩৩৩ থেকে সাকিব নামের এক যুবক ত্রাণের জন্য ফোন করে। বাড়ি চিনতে যাতে সহজ হয়, সেজন্য ইউনিয়ন পরিষদ সদস্যকে সাথে নিয়ে যাই। আমরা ত্রাণ নিয়ে গন্তব্যে পৌঁছে দেখি চারদিকে প্রাচীর ঘেরা তিন তলা ভবন। ঠিকানা অনুযায়ী ত্রাণ নিয়ে এসে তিনতলা ভবন দেখে আমরা কিছুটা বিচলিত হই।’

তিনি আরও বলেন, ‘পরে সাকিব নিজেই এসে তার পরিচয় দেয়। তিনতলা ভবনটির একতলায় তার পরিবার নিয়ে থাকে। বাকি দুই তলায় তার চাচারা থাকে। সাকিব সাবলম্বী পরিবারের সদস্য। তারাও অসহায় মানুষকে ত্রাণ দেয়। মূলত ৩৩৩ নম্বরে কল করে আদৌ কোন সেবা পাওয়া যায় কিনা তা যাচাই করার জন্য সে কাণ্ডটি ঘটিয়েছে।’

এমন ঘটনায় সাকিবকে কোন শাস্তি দেয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এমন ঘটনার জন্য সাকিব নিজেই অনুতপ্ত হয়েছে। সে আমাদের কাছে ক্ষমাও চেয়েছে। এমন কাজ আর না করার জন্য সাকিবকে সতর্ক করা হয়েছে।’

-সিভয়েস/টিএম

সর্বশেষ

পাঠকপ্রিয়