Cvoice24.com

হালদায় ভেসে উঠল ১২০ কেজি ওজনের মৃত ডলফিন

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৭, ৬ জুলাই ২০২১
হালদায় ভেসে উঠল ১২০ কেজি ওজনের মৃত ডলফিন

হালদা নদীতে আবারও ভেসে উঠলো বিপন্ন প্রজাতির একটি মৃত ডলফিন। ১২০ কেজি এই ডলফিনটি লম্বায় সাড়ে ৭ ফুট। তবে মৃত ডলফিনের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বয়স জনিত কারনে এটির স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন হালদা বিশেষজ্ঞরা।  

মঙ্গলবার (৬ জুলাই) সকাল ১১ টার দিকে হালদা নদীর শাখা খাল চানখালি খাল থেকে ডলফিনটি উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি, হাটহাজারী উপজেলা প্রশাসন, বেসরকারী সংস্থা আইডিএফ এবং বন বিভাগ (প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণ) যৌথভাবে ডলফিনটি প্রত্যক্ষ করেন। মৃত ডলফিনের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বয়স জনিত কারনে এটির স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। পরবর্তী গবেষণা কাজের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি ডলফিনটির কিছু নমুনা সংরক্ষণ করা হয়েছে।  

উল্লেখ্য, ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে ২০২০ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ২৮টি ডলফিন মারা যায়। ২০২১ সালের মধ্যে বিগত আট মাসে আজ ২৯তম ডলফিনের মৃত্যু হয়।

সর্বশেষ

পাঠকপ্রিয়