Cvoice24.com

হাটহাজারীতে নারিকেল ব্যবসায়ী খুন, বিলে পড়েছিল লাশ

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১১:০৩, ২১ আগস্ট ২০২১
হাটহাজারীতে নারিকেল ব্যবসায়ী খুন, বিলে পড়েছিল লাশ

চট্টগ্রামের হাটহাজারীর মীর্জাপুর ইউনিয়নে আব্দুল্লাহ আল মামুন নামে এক নারিকেল ব্যবসায়ী খুন হয়েছেন৷ তার মৃতদেহ ওই এলাকার একটি বিল থেকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, পাশ্ববর্তী রেললাইনে তাকে খুন করে লাশ মধ্যরাতে বিলে ফেলে যায় খুনিরা। 

শনিবার সকালে মীর্জাপুরের মরাছড়া খাল সংলগ্ন এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত মামুন ওই ইউনিয়নের সরকারহাট এলাকার জনৈক মহিউদ্দিনের ছেলে। তিনি সরকারহাটে নারিকেলের ব্যবসা করতেন। 

তার ভাই গিয়াস উদ্দীন রিয়াদ জানান, শুক্রবার আছরের পর থেকে মোবাইল বন্ধ ছিল মামুনের। পরে রাতে তিনি বাড়িতেও যাননি। দোকানে খোঁজ না পেয়ে সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তার সন্ধান মিলেনি। পরে সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তারা নিশ্চিত হন মরাছড়া খালের পাশে বিলে পড়ে থাকা মৃতদেহটি তার ভাই মামুনের। এ হত্যাকাণ্ড কেন? সে বিষয়ে কোন ধারণা নেই পরিবারের সদস্যদের। 

ঘটনাস্থলে যাওয়া এসআই শেখ জাবেদ বলেন, রাস্তার পাশের বিল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। পরে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। হত্যাকাণ্ডের মোটিভ জানার চেষ্টা করা হচ্ছে। 

পাশের চট্টগ্রাম নাজিরহাট রেললাইন থেকে মরাছড়া খাল পর্যন্ত সড়কে রক্তের ছোপ ছপ দাগ দেখা গেছে। সেকারণে স্থানীয়দের ধারণা রেল লাইনে হত্যার পর তার মরদেহ বিলে এনে ফেলা হয়েছে। তার মুখ থেঁতলে দেওয়া হয়েছে। 

সর্বশেষ

পাঠকপ্রিয়