Cvoice24.com

হেফাজতের হরতালে সড়ক অবরোধ করে পদ হারালেন হাটহাজারীর কাউন্সিলর

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৬:১১, ২৪ আগস্ট ২০২১
হেফাজতের হরতালে সড়ক অবরোধ করে পদ হারালেন হাটহাজারীর কাউন্সিলর

মোদী বিরোধী বিক্ষোভে হামলার প্রতিবাদে হেফাজতের ডাকা হরতালে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করায় পদ হারিয়েছেন হাটহাজারী পৌরসভার সহায়ক সদস্য মো. আবুল কাশেম। তিনি হাটহাজারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

গত ১১ আগস্ট স্থানীয় সরকার বিভাগ উপ-সচিব মোহাম্মদ ফারুক হোসেন সাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ২৮ মার্চ হেফাজেত ইসলাম বাংলােদশের ঘোষিত হরতাল কর্মসূচীতে অংশগ্রহণ করে মোহাম্মদপুর কড়িয়ার দিঘীর পাড় সংযোগ সড়কে দলবল নিয়ে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করেন হাটহাজারী পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের সহায়ক সদস্য মো. আবুল কাশেম। যেটি পৌর পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি বলে সরকার মনে করে। তাই তাকে হাটহাজারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর/সহায়ক সদস্যের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

সর্বশেষ

পাঠকপ্রিয়