Cvoice24.com

সিএমপির বাইরে যেতেই মূল্যায়িত হলেন হাটাহাজারীর মইন উদ্দীন

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৬, ৮ সেপ্টেম্বর ২০২১
সিএমপির বাইরে যেতেই মূল্যায়িত হলেন হাটাহাজারীর মইন উদ্দীন

ফেনীর ফুলগাজী থানার ওসি মঈন উদ্দীন।

সিএমপিতে ব্যাচ ম্যাটদের অনেকেই বিভিন্ন থানায় ওসি পদে দায়িত্ব পেলেও বঞ্চিত ছিলেন তিনি। এমনকি বাকলিয়াতে নিজ ব্যাচমেট যেখানে ওসি সেখানে তাকে দায়িত্ব পালন করতে হয়েছে ওসি তদন্ত হিসেবে। এরকম বঞ্চনা নিয়েই সিএমপি থেকে চাটগাঁইয়া খেদাও মিশনে চট্টগ্রাম ছাড়তে হয় হাটহাজারীর বাসিন্দা পুলিশ পরিদর্শক মঈন উদ্দীনকে।

সিএমপিতে দীর্ঘ সময়ে কাজ করে ‘মূল্যায়িত’ না হলেও বাইরে গিয়েই জীবনে প্রথম ওসিগিরির স্বাদ পেলেন মঈন উদ্দীন। তাকে পদায়ন করা হয় ফেনীর ফুলগাজী থানার ওসি হিসেবে। 

২০০৫ সালে পুলিশে এসআই হিসেবে যোগ দেন মঈন উদ্দীন। ২০১৫ অক্টোবরে পদোন্নতি পেয়ে পরিদর্শক হন তিনি। এরপর বায়েজিদ, বাকলিয়ার ওসি তদন্ত হিসেবে টানা ৫ বছর দায়িত্ব পালন করেন। এরআগে ডিবিতে ছাড়াও ছিলেন কোতোয়ালী থানার সেকেন্ড অফিসার হিসেবে। 

পুলিশে সৎ বিনয়ী সজ্জন হিসেবে পরিচিত মঈন উদ্দীন ভারতের সি বি আই একাডেমি থেকে তদন্তের উপর প্রশিক্ষণসহ দেশে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে তদন্তের উপর দক্ষতা অর্জন করেন। দীর্ঘদিন নিজ এলাকায় বঞ্চিত থাকার পর ফেনীতে গিয়ে পদায়ন হওয়ায় ডিআইজি এসপিসহ তার সিনিয়রদের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন। 

সর্বশেষ

পাঠকপ্রিয়