Cvoice24.com

পুকুর ভরিয়ে গুনতে হলো জরিমানা

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৩, ১০ নভেম্বর ২০২১
পুকুর ভরিয়ে গুনতে হলো জরিমানা

পুকুর ভরাটের স্থান পরিদর্শন করছেন ইউএনও শহিদুল আলম শাহেদ।

হাটহাজারীতে পরিবেশ আইন অমান্য করে পুকুর ভরাট করায় সুকুমার রায় নামে এক ব্যক্তিকে অর্ধলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১০ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহিদুল আলম শাহেদ এ জরিমানা করেন। একইসঙ্গে পুকুর ভরাট কাজে ব্যবহৃত একটি বালুভর্তি ট্রাকও জব্দ করেন তিনি।

ইউএনও শাহিদুল আলম শাহেদ সিভয়েসকে বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুসারে এ জরিমানা করা হয়েছে। জব্দ ট্রাকের মালিককে ডাকা হয়েছে। মালিক এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পুকুর ভরাট করে পরিবেশ আইন লঙ্ঘন করায় সুকুমার রায় নামের একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে এবং চালকের মালিককে ডাকা হয়েছে। মালিক এলে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়